সৌদি আরবের জনপ্রিয় ১০টি কোম্পানি নাম ও তথ্য

ভূমিকা

সৌদি আরবের কোম্পানি নাম সৌদি আরবের বিভিন্ন কোম্পানি রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কিছু কোম্পানি রয়েছে যা বেশ জনপ্রিয় এবং কোম্পানি গুলোর ব্যাপারে অনেকে সঠিক তথ্য খুজে থাকেন তাদের জন্য আজকের আমাদের এই আর্টিকেল।

সৌদি-আরবের-কোম্পানি-নাম

আপনি কোম্পানির গুলোর ব্যপারে সঠিক তথ্য পাবেন। তাই দেরি না করে চলুন নিচে আলোচনা করা যাক কোম্পানির গুলোর নাম।

পেজ সূচিপত্রঃ সৌদি আরবের কোম্পানি নাম

সৌদি আরবের কোম্পানির নাম অনেকে জানতে চান আমরা জনপ্রিয় কোম্পানি গুলো পর্যাক্রমে নিচে আলোচনা করে যাব সম্পূর্ণ পড়লে ভালো মতন বুঝতে পারবেন। সৌদি আরবের কোম্পানিগুলো দেশের অর্থনৈতিক বিকাশ ও বৈশ্বিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের বিশেষত তেল ও গ্যাস খাতে অধিপত্য রয়েছে শুধু তাদের দেশেই না আন্তর্জাতিক মার্কেটে প্রভাব বিস্তার করে রাখা আছে। তাদের সৌদি ভিশন ২০৩০ লক্ষগুলো বাস্তবায়ন দিকে এগোচ্ছে এবং কর্মসংস্থান এর ব্যবস্থা তৈরি হচ্ছে দেশি এবং বিদেশী নাগরিকদের জন্য।

সৌদি ডাইরেক্ট কোম্পানি

অনেকে সৌদিতে ডাইরেক্ট কোম্পানিতে যোগদান করতে চান তাদের উদ্দেশে বলতে চাই ডাইরেক্ট বলতে সেখানকার কোম্পানিকে বোঝানো হয় যেখানে সরাসরি কর্মী নিয়োহ করা হয় এরকম বেশ কয়েয়কটি কোম্পানি রয়েছে যারা সরাসরি কর্মী নিয়ে থাকেন এবং প্রবাসীদের কাজের সুযোগ করে দেন। সরাসরিতে কিছু ভালো সুযোগ রয়েছে যেরকম দালালের চক্করে পড়তে হয় না খরচ কম এবং সময় সাশ্রয় হয়ে থাকে।

ইলেক্ট্রিশিয়ান, ক্লিনার বা সাধারণ শ্রমিক গুলোর জন্য কোম্পানি সরাসরি ভিসা এবং কাজের সুযোগ প্রদান করে যেখানে কর্মীদের এজেন্টের মাধ্যমে ভিসা বা কাজের জন্য আবেদন করতে হয় না। আশাকরি বুঝতে পেরেছেন যারা ইতিমধ্যে অবগত আছেন তারা সহজেই বুঝতে পারবেন। নিচে আমরা ডাইরেক্ট কোম্পানির নাম গুলো দেখে নিব যারা একটি নির্দিষ্ট সময় নিয়োগ ছেড়ে থাকে অনলাইন ওয়েবসাইটে।
  1. সৌদি আরামকো
  2. সারকো কোম্পানি
  3. আলদোসারী গ্রুপ/আলঘুরাইরী ট্রেডিং
  4. গল্ফ ডেভেলপমেন্ট কন্ট্রাক্টিং কোম্পানি
  5. সৌদি ইলেকট্রিসিটি কোম্পানি
আরামকোঃ বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদনকারী।

সারকোঃ এই কোম্পানিতে ক্লিনার পদে কর্মী নিয়োগ করা হয় থাকা ও খাওয়ার ব্যবস্থা কোম্পানির।

আলদোসারী গ্রুপ/আলঘুরাইরী ট্রেডিংঃ কনস্ট্রাকশন, ট্রেডিং, রিয়েল এস্টেট, ট্রান্সপোর্ট ইত্যাদি কাজে কর্মী নিয়োগ করা হয় থাকা ও খাওয়ার ব্যবস্থা কোম্পানির।

গল্ফ ডেভেলপমেন্ট কন্ট্রাক্টিং কোম্পানিঃ বিল্ডিং নির্মাণ (রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল) রোড ও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইলেক্ট্রিক্যাল ও মেকানিক্যাল কাজ সরকারি প্রকল্পে অংশগ্রহণ। যারা এইসব কাজে এক্সপার্ট তারা এই কোম্পানির সাথে যোগাযোগ করে সরাসরি নিয়োগ হতে পারবেন।

সৌদি ইলেকট্রিসিটি কোম্পানিঃ ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তি, প্রশাসন ও অর্থনীতিতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। ইঞ্জিনিয়ারিং পদের জন্য: সংশ্লিষ্ট ক্ষেত্রে ব্যাচেলর/মাস্টার্স ডিগ্রী। টেকনিশিয়ান পদের জন্য: ডিপ্লোমা বা ভোকেশনাল ট্রেনিং। অনুভব: ফ্রেশার থেকে এক্সপেরিয়েন্সড সকলের জন্য সুযোগ। ভাষা: ইংরেজি বাধ্যতামূলক, আরবি জানা অতিরিক্ত সুবিধা।

এইসব কোম্পানিতে যদি আপনার যোগত্য অনুযায়ী কাজ করার আগ্রহী হন তাহলে এই ধরনের ডাইরেক্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন। তাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো অনলাইনে প্রকাশ করে থাকে। সরাসরী নিয়োগ সুবিধা ভালো দেখে শুনে সবকিছু যাচাই কের বিদেশ পাড়ী দিবেন। এতক্ষন আমরা ডাইরেক্ট কোম্পানির নাম দেখলাম এখন আমরা নিচে সৌদির জনপ্রিয় কোম্পানির বিষয়ে আলোচনা করব।

সৌদি আরামকো (Saudi Aramco)

সৌদি আরবের কোম্পানি নাম আরামকো বিষয়ে সবাই জানেন তারপরও বলি এটি বিশ্বের বৃহত্তম তেল ও গ্যাস উৎপাদনকারী কোম্পানি। সৌদির অর্থনীতির মূল চালিকাশক্তি। প্রতিষ্ঠা ১৯৩৩ সালে দপ্তর ধাহরান। মালিকানা সৌদি সরকার ৯৮%+। বাজার মূল্য $২ ট্রিলিয়ন ডলার দৈনিক উৎপাদন ১০-১২ মিলিয়ন ব্যারেল তেল। রিফাইনিং ও পেট্রোকেমিক্যাল SABIC এর সাথে যৌথ প্রকল্প রয়েছে। চাকুরীর ক্ষেত্রেঃ ইঞ্জিনিয়ারিং, জিওসায়েন্স, ফাইন্যান্স, IT, প্রোজেক্ট ম্যানেজমেন্ট। যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি + IELTS/TOEFL (ইংরেজি বাধ্যতামূলক)। সুবিধা: প্রতিযোগিতামূলক বেতন, হাউজিং, শিক্ষা ভাতা।

আলমারাই (Almarai)

আলমারাই (Almarai) হলো মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় দুগ্ধ ও খাদ্য উৎপাদনকারী কোম্পানি এবং সৌদি আরবের অন্যতম শীর্ষ ব্র্যান্ড। আলমারাই (Almarai) একটি সৌদি বহুজাতিক খাদ্য ও পানীয় প্রস্তুতকারক কোম্পানি। এটি দুগ্ধজাত পণ্য, জুস, বেকারি এবং পোল্ট্রি পণ্য উৎপাদন ও বিতরণে বিশেষীকৃত। রিয়াদে এর সদর দপ্তর অবস্থিত প্রতিষ্ঠা ১৯৭৬ সালে। মালিকানা সৌদির রাজপরিবারের সদস্যরা প্রধান শেয়ার হোল্ডার। চাকুরীর ক্ষেত্রে কৃষি, ফুড টেকনোলজি, সাপ্লাই চেইন, মার্কেটিং ও ফাইন্যান্স এইসব বিষয়ে দক্ষতা থাকতে হবে। আমরা নিচে আরো সৌদি আরবের কোম্পানি নাম গুলো দেখব ও এইসব কোম্পানির বিষয়ে আলোচনা করব।

এসটিসি (STC)

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম টেলিযোগাযোগ কোম্পানি এসটিসি (STC) েএসটিসি (STC) মানে সাধারণত সৌদি টেলিকম কোম্পানি (Saudi Telecom Company), যা সৌদি আরবে অবস্থিত একটি বৃহৎ টেলিযোগাযোগ কোম্পানি। এটি মূলত এসটিসি গ্রুপ নামে পরিচিত এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপে আইসিটি পরিষেবা প্রদান করে। এই কোম্পানি ১৯৯৮ সালে সৌদিসরকার প্রতিষ্ঠা করে যার প্রধান দপ্তর রিয়াদে। চাকুরীর জন্য আপনাকে টেলিকম ইঞ্জিনিয়ার, ডেটা সায়েন্টিস্ট, সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ এবং মার্কেটিং এক্সিকিউটিভ সম্পর্কে পর্যাপ্ত ধরাণা থাকা লাগবে।

আল ফাওযান গ্রুপ (Al Fozan Group)

আল ফাওযান গ্রুপ (Al Fozan Group) হলো সৌদি আরবের একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক conglomerate (বহুমুখী ব্যবসায়িক গ্রুপ), যা ১৯৬০-এর দশক থেকে সৌদি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আল ফাওযান গ্রুপ (Al Fozan Group) একটি সৌদি আরবের অন্যতম বৃহৎ পরিবার-চালিত ব্যবসা প্রতিষ্ঠান। এটি বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে, যার মধ্যে রয়েছে ট্রেডিং, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং খুচরা ব্যবসা। আল ফাওযান গ্রুপ ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি সৌদি আরবের আল-খোবার দাম্মাম শহরে অবস্থিত।

চেয়ারম্যান শেখ আবদুল্লাহ আল ফাওযান যান এর আওতাধীন ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেটে, স্বাস্থ্যসেবা, শিল্প ও উৎপাদন ও অটোমোটিভ ইত্যাদি কোম্পানির প্রধান উৎস। চাকুরীর ক্ষেত্রে রিটেইল ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, ডিজিটাল মার্কেটিং ও সাপ্লাই চেইন ইত্যাদি বিষয়ে অভিজ্ঞতা থাকা লাগবে। ৫,০০০+ কর্মী কাজ করে থাকে এই কোম্পানিতে। ভালো মানের ১০০০০+ SAR বেতনে চাকুরীর সুযোগ রয়েছে। বর্তমানে নারী কর্মসংস্থানের জন্য কোম্পানিটি বিশেষ প্রোগ্রাম চালু করেছে।

আল রাইয়্যান গ্রুপ (Al Rajhi Group)

আল রাইয়্যান গ্রুপ (Al Rajhi Group) একটি বিখ্যাত সৌদি আরব ভিত্তিক ব্যবসা প্রতিষ্ঠান। এটি মূলত একটি পারিবারিক ব্যবসা যা বিভিন্ন খাতে বিস্তৃত, যেমন শিল্প, ব্যাংকিং, আর্থিক বিনিয়োগ, হোটেল ও আতিথেয়তা, আবাসন এবং বিশ্বব্যাপী বিনিয়োগ। আল রাজিহি গ্রুপ (Al Rajhi Group) সৌদি আরবের অন্যতম বৃহৎ ও প্রভাবশালী ব্যবসায়িক conglomerate, বিশেষত ইসলামিক ব্যাংকিং, বিনিয়োগ ও শিল্পখাতে এর ব্যাপক পরিচিতি রয়েছে।
সৌদি-আরবের-কোম্পানি-নাম
১৯৩৬ সালে শেখ আব্দুল আজিজ আল-রাইয়্যান প্রতিষ্ঠা করেন রিয়াদে। চাকুরীর ক্ষেত্রে ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং লিভিল ও মেকানিক্যাল, কৃষি প্রযুক্তি, ডিজিটাল মার্কেটিং ইত্যাদিতে পর্যাপ্ত স্কলার থাকা লাগবে। আমরা ইতিমধ্যে অনেক গুলো সৌদি আরবের কোম্পানি নাম ও তার সেবা কার্যক্রম ইত্যাদি বিষয়ে যাবতীয় তথ্য তুলে ধরেছি তাই আরো জানতে আর্টিকেলটি সম্পূর্ণ পড়ার অনুরোধ রইল।

বিন লাদেন গ্রুপ (Binladin Group)

বিন লাদেন গ্রুপ (Binladin Group) সৌদি আরবের সবচেয়ে বড় ও প্রভাবশালী নির্মাণ ও প্রকৌশল কোম্পানিগুলোর মধ্যে একটি, যা দেশের অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী পরিচিত হলেও এর ইতিহাস কিছু বিতর্কেও জড়িত। প্রতিষ্ঠতা ১৯৩১ সালে শেখ মোহাম্মদ বিন লাদেন প্রতিষ্ঠা করেন। ওসামা বিন লাদেন প্রতিষ্ঠাতার পুত্র ছিলেন আল-কায়েদার নেতা ১৯৯৩ সালে গ্রুপ থেকে বহিস্কৃত হয়েছিল। সদর দপ্তর সৌদি আরবের জেদ্দাই। বর্তমানে চেয়ারম্যান ও মালিকানা বকর বিন লাদেন ও তার পরিবার।

কার্যক্রমঃ মক্কা-মদিনার হারাম সম্প্রসারণ প্রকল্প, অবকাঠামোগত উন্নয়ন, শক্তি খাত, রিয়েল এস্টেট লাক্সারি হোটেল ও বাণিজ্যিক কমপ্লেক্স। এই কোম্পানির চাকুরীর ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট, আর্কিটেকচার ইত্যাদি বিষয়ে জ্ঞান থাকা লাগবে। বর্তমানে কোম্পানি সৌদি বিনলাদিন গ্রুগ SBG নামে পুনরায় ব্র্যান্ডিং করা হয়েছে।

সাবিক (SABIC)

সাবিক (SABIC) হলো সৌদি আরবের রাসায়নিক শিল্পের বিশ্ববিখ্যাত জায়ান্ট এবং পেট্রোকেমিক্যাল উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর মধ্যে একটি। সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (Saudi Basic Industries Corporation) সংক্ষিপ্ত রূপ। এটি একটি সৌদি রাসায়নিক উৎপাদনকারী কোম্পানি, যা পেট্রোকেমিক্যাল, রাসায়নিক, শিল্প পলিমার এবং সারে সক্রিয়। কোম্পানিটি মধ্যপ্রাচ্য এবং সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম পাবলিক কোম্পানি। এর সদর দপ্তর রিয়াদে অবস্থিত এবং ১৯৭৬ সালে এর প্রতিষ্ঠতা।

পেট্রোকেমিক্যালস, এগ্রি-নিউট্রিয়েন্টস, স্পেশালিটি কেমিক্যালস ও নবায়নযোগ্য শক্তি ইত্যাদি কোম্পানির প্রধান কার্যক্রম। চাকুরীর ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, নিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (R&D) সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ইত্যাদি। বিশ্বমানের প্রশিক্ষণ ও আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে এইসব কোম্পানিতে। SABIC-এর উদ্ভাবিত LEXAN™ পলিকার্বনেট অ্যাপল আইফোনসহ অনেক প্রিমিয়াম গ্যাজেটে ব্যবহৃত হয়! কোম্পানিটি ফরচুন গ্লোবাল ৫০০ তালিকায় স্থান পায়।

আলিনমা ব্যাংক (Alinma Bank)

আলিনমা ব্যাংক ( আরবি : مصرف الإنماء ) হল একটি সৌদি যৌথ স্টক কোম্পানি যা ২৮ মার্চ ২০০৬ তারিখের রয়্যাল ডিক্রি নং M/15 এবং ২৭ মার্চ ২০০৭ তারিখের মন্ত্রী পর্যায়ের রেজোলিউশন নং ৪২ অনুসারে গঠিত হয়। ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছিল SAR 20 বিলিয়ন শেয়ার মূলধনের সাথে, যার মূল্য প্রতি 1.5 1 বিলিয়ন শেয়ার রয়েছে। 

সৌদি আরবের একটি শীর্ষস্থানীয় ইসলামিক ব্যাংক, যা সম্পূর্ণ শরীয়াহ কমপ্লায়েন্ট ব্যাংকিং সেবা প্রদান করে। এটি সৌদি সরকার ও স্থানীয় বিনিয়োগকারীদের মালিকানাধীন একটি আধুনিক আর্থিক প্রতিষ্ঠান। সেবাসমূহ বলতে গেলে ব্যাংকিং কার্যকলাপ যেমনঃ ইসলামিক ফাইন্যান্স বিশেষজ্ঞ, ডিজিটাল ব্যাংকিং ও কাস্টমার সার্ভিস উল্লেখযোগ্য।

জারির মার্কেটিং (Jarir Marketing)

সৌদি আরবের কোম্পানি নাম জারির মার্কেটিং (Jarir Marketing) একটি সুপরিচিত সৌদি আরবের খুচরা ও পাইকারি বিক্রেতা কোম্পানি। এটি মূলত জারির বুকস্টোর (Jarir Bookstore) নামে পরিচিত। কম্পিউটার, ইলেক্ট্রনিক্স, অফিস সরঞ্জাম, বই, এবং শিশুদের খেলনাসহ বিভিন্ন ধরনের পণ্য সরবরাহ করে জারির। মধ্যপ্রাচ্যের বাজারে, বিশেষ করে কম্পিউটার, ইলেক্ট্রনিক্স, অফিস সরবরাহ এবং বইয়ের ক্ষেত্রে জারির একটি শীর্ষস্থানীয় ব্র্যান্ড। (ডাইরেক্ট কোম্পানির গুলোর নাম আমরা প্রথমেই আলোচনা করেছি পড়ে নেবেন।)
সৌদি-ডাইরেক্ট-কোম্পানি
এর প্রতিষ্ঠতা ১৯৭৯ সালে রিয়াদে। জারির মার্কেটিং সৌদি আরবের প্রথম রিটেইলার যারা অ্যাপল প্রোডাক্টের অফিসিয়াল রিসেলার হিসেবে স্বীকৃত! কোম্পানির প্রতিষ্ঠাতা শেখ মুহাম্মদ আল-আগিল একজন প্রখ্যাত সৌদি ব্যবসায়ী ছিলেন। ৫০+ (সৌদি আরব, UAE, কুয়েত, বাহরাইন) তাদের শাখা রয়েছে। চাকুরীর ক্ষেত্রে আপনাকে রিটেইল ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং ও সাপ্লাই চেইন সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক।

দাল্লাহ আল বারাকা গ্রুপ (Dallah Al Baraka Group)

দাল্লাহ আল বারাকা গ্রুপ (Dallah Al Baraka Group) একটি সৌদি আরবের বেসরকারি বহুজাতিক সংস্থা। এটি রিয়াদে ১৯৬৯ সালে শেখ সালেহ কামেলের হাত ধরে যাত্রা শুরু করে। বর্তমানে এটি মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, দূরপ্রাচ্য এবং ইউরোপে বিস্তৃত একটি বৃহৎ বাণিজ্যিক সংস্থা। এই সংস্থাটি আর্থিক, ব্যাংকিং, স্বাস্থ্যসেবা, আবাসন, উত্পাদন, পরিবহন সহ বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকে। প্রতিষ্ঠাতা শেখ সালেহ কামেল দার আল মাল আল ইসলামি ট্রাস্ট-এরও প্রতিষ্ঠাতা ছিলেন!

গ্রুপটি ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (IDB)-এর সাথে যৌথ প্রকল্প বাস্তবায়ন করে। ইসলামিক ব্যাংকিং ও ফাইন্যান্স, স্বাস্থ্যসেবা, রিয়েল এস্টেট, শিল্প ও লজিস্টিক্স ও মিডিয়া-টেলিকম ইত্যাদি। চাকুরীর ক্ষেত্রে আপনাকে ইসলামিক ফাইন্যান্স, হেলথকেয়ার ম্যানেজমেন্ট, প্রকৌশল (সিভিল, মেকানিক্যাল) ইত্যাদি বিষয়ে স্কলার থাকা লাগবে। যারা কোম্পানির গুলো সাথে পরিচিত আছেন তারা কোম্পানির বিষয়ে যাবতীয় কাযকর্ম জেনে থাকবেন আর যারা জানেন না তাদেরকে জানিয়ে সাহায্য করবেন।

শেষ কথা

সৌদি আরবের কোম্পানি নাম আমরা ইতিমধ্যে বিষদ আলোচনা করেছি আশাকরি আপনাদের ভালো লেগেছে না জানা অনেক তথ্যই আপনারা খুজে পেয়েছেন। এরকম গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমাদের আজকের এই আর্টিকেল সমাপ্ত হলো। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

নেক্সাস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url