রাজশাহীতে কম খরচে ১০+ আবাসিক হোটেল ও ভাড়া
রাজশাহী আবাসিক হোটেল ভাড়া কত অনেকে জানতে চান। রাজশাহী সবার এক পরিচিত শহর অনেকে ঘুরতে এসে এই শহরে কিছুদিনের জন্য থাকতে চান তাই ভালো হোটেল খোজ করে থাকেন।
ভালো হোটেল আবার কম খরচে খুজে যদি থাকেন তাহলে আপনি সঠিক যাইগায় এসেছেন কারণ আজকের আমাদের এই আর্টিকেলে আপনাকে জানাতে চলেছি কম খরছে ভালো কিছু হোটলের নাম।
পেজ সূচিপত্রঃ রাজশাহী আবাসিক হোটেল ভাড়া কত
- রাজশাহী আবাসিক হোটেল ভাড়া কত
- রাজশাহী আবাসিক হোটেল লিস্ট ঠিকানা ও নম্বর
- রাজশাহী লক্ষীপুর আবাসিক হোটেল
- পদ্মা আবাসিক হোটেল রাজশাহী
- রাজশাহী সাহেব বাজার আবাসিক হোটেল
- আবাসিক হোটেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে
- শেষ কথা
রাজশাহী আবাসিক হোটেল ভাড়া কত
রাজশাহী আবাসিক হোটেল ভাড়া কত এই বিষয়ে অনেকে জানতে চান রাজশাহী শিক্ষা নগরীর
প্রতীবছর হাজার হাজার ছেলে-মেয়ে বাহির থেকে আসে রাজশাহী শহরে পড়াশোনা করতে বা
ঘুরতে এই আসার কারণে অনেকে হোটেল খুজতে খুজতে বিভ্রান্ত হয়ে পড়েন যে কোন হোটেলটি
ভালো হবে বা শহরের কোন হোটেলটি থেকে সহজে যে-কোন স্থানে যাওয়া যাবে। আমরা আপনাদের
ভালো কিছু হোটলের ধারণা দিব ও ভাড়া উল্লেখ করব সাথে তাদের নম্বরও দেওয়া থাকবে তাই
সময় নিয়ে সম্পূর্ণ আর্টিকেল পড়ুন। নিচে আমরা কিছু হোটলের নাম বলব যেইগুলো বেশ
জনপ্রিয় হোটেল রাজশাহী শহরের মধ্যে।
- গ্রান্ড রিভার ভিউ
- হোটেল এক্স
- রয়্যাল রাজ
- ওয়ারিশান রেসিডেন্সিয়াল
- হোটেল স্টার ইন্টারন্যাশনাল
- অরণ্য রিসোট
- পর্যটন মোটেল
- যাত্রা ফ্লাগশিপ
- হোটেল নাইস ইন্টারন্যাশনাল
- হোটেল আল-হাসিব
রাজশাহী আবাসিক হোটেল লিস্ট ঠিকানা ও নম্বর
রাজশাহীতে আবাসিক হোটেলের লিস্ট, ঠিকানা ও নম্বর আমরা নিচে উল্লেখ করব। রাজশাহী
শহরটি খুব ছোট একটি সুন্দর শহর এই শহরে অনেক হোটেল রয়েছে কম দামে ভালো ভালো হোটেল
কিন্তু এই খোজ আপনি কিভাবে পাবেন যদি আপনি নতুন হয়ে থাকেন বা পরিচিত কেউ না থাকে
সে-জন্য আপনাকে নিজে খুজে নিতে হবে তাই না খোজা-খুজির চেয়ে নিচে রাজশাহী আবাসিক হোটেল ভাড়া কত ও তার আগে হোটেল গুলোর লিস্ট সম্পর্কে জেনে নিন নিচে আমরা ভাড়া
পর্যায়ক্রমে আলোচনা করব।
হোটেলের নাম | ঠিকানা | মোবাইল | টেলিফোন |
---|---|---|---|
রয়েল রাজ | গনকপাড়া, রাজশাহী | 01321231756 | |
হোটেল এক্স | চিড়িয়াখানা গেট (পূর্বে) | 01844004200 | |
গ্রান্ড রিভার ভিউ | সি এন বি মোড় (পশ্চিমে) | 01877766966 | |
পর্যটন মোটেল | আব্দুল মজিদ রোড | 01991139394 | 880721775237 |
হোটেল নাইস ইন্টারন্যাশনাল | সাহেব বাজার | 01740133933 | 880721776188 |
হোটেল মুন | সাহেব বাজার | 01701988260 | 0721772266 |
হোটেল সূর্য্যমুখী | সাহেব বাজার | 01734966905 | |
হোটেল এশিয়া | স্টেশন রোড ঘোরাঙ্গা | 0721773721 | |
পার্ক ইন্টারন্যাশনাল হোটেল | রাজশাহী | 01799355427 | |
ওয়ে হোম | স্টেশন রোড | 01756858943 | |
হোটেল ডালাস ইন্টারন্যাশনাল | রেইলগেট | 01711802387 | 0247773839 |
হোটেল সুইস ইন্টারন্যাশনাল | রানীবাজার, রাজশাহী | 01791450999 | 0721776097 |
হোটেল হক ইন্টারন্যাশনাল | আরডি মার্কেট, রাজশাহী | 01711066597 | 770848 |
হোটেল গুলশান | স্টেশন রোড | 01712197883 | 0721772691 |
হোটেল হাসনা হেনা আবাসিক | শিরোইল স্টেশন বাজার | 01750877933 | |
হোটেল আল-আরাফাহ্ | স্টেশন রোড ঘোরাঙ্গা | 01747649285 | 0721772514 |
হোটেল স্নেহ | বাস টার্মিনাল | 01791211613 | |
হোটেল সুকর্ণ ইন্টা | সাহেব বাজার রোড | 01711811014 | 0721771817 |
হোটেল রাজমহল | বাস টার্মিনাল | 01764000321 | |
হোটেল সিটি প্লাস | রেইলগেট | 01743906006 | |
হোটেল মেঘনা | রাজশাহী | 01755794721 | |
আল-নূর | লক্ষীপুর মোড় | 01723060124 | |
হোটেল কুষ্টিয়া | রাজশাহী | 01718231648 | |
হোটেল শাহী প্যালেস | রাজশাহী শহর | 01767646301 | |
হোটেল ইডেন গার্ডেন | লক্ষীপুর মোড়, রাজশাহী | 01726509085 | |
আকতার গেস্ট হাউস | লক্ষীপুর কাঁচা বাজার | 01831823393 | |
হোটেল পর্বত | মেডিকেল রোড | 01736410099 | |
হোটেল গ্যালাক্সী ইন্টারন্যাশনাল | স্টেশন রোড | 01735692029 | 0247812740 |
হোটেল গৌড় | লক্ষীপুর মোড় | 01834358338 | |
হোটেল ড্রিম হ্যাভেন | লক্ষীপুর মোড় | 01716978866 | |
নূর আবাসিক হোটেল | লক্ষীপুর মোড় | 01915708896 | |
হোটেল মিড টাউন | গণকপাড়া, রাজশাহী | 01759983365 | |
হোটেল সেঞ্চুরী | লক্ষীপুর মোড় | 01937256651 |
আপনি কোন লোকেশনে থাকতে পছন্দ করবেন তার জন্য এই লিস্টে ঠিকানা যুক্ত করা হয়েছে
আপনারা চাইলে হোটেল গুলোর হট-লাইন নম্বরে সরাসরী যোগাযোগ করে আপডেট ভাড়ার একটি
ধারণা পেয়ে যাবেন সব হোটেল গুলোর ভাড়া বলা কঠিন কারণ সবসময় হোটেল গুলোর ভাড়া একই
থাকেনা একেক সময় একেক ভাড়া তাদের নির্ধারণ হয়ে থাকে।
রাজশাহী লক্ষীপুর আবাসিক হোটেল
রাজশাহী লক্ষীপুর আবাসিক হোটেল গুলো বিশেষ ভাবে পরিচিত। রাজশাহী শহরের
গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোর মধ্যে এটি একটি পয়েন্ট কারণ লক্ষীপুরের সাথেই রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতাল সাথে অনেক বেসরকারী ক্লিনিক অবস্থিত মানুষের কোলাহল সবসময়।
প্রতিদিন হাজার হাজার মানুষ এই স্থানে ভিড় করে যারা দূরবর্তী থেকে আসে তাদের
রাত্রি যাপন করার জন্য ভালো হোটেলের ব্যবস্থা রয়েছে এই স্থানে তাহলে চলুন আমরা
নিচে হোটেল গুলোর নাম ও ভাড়ার একটি তালিকা দেখে নেওয়া যাক।
হোটেল একতারা আবাসিক
১ রাত ৫০০ থেকে ১০০০ পর্যন্ত ভাড়া হতে পারে। নম্বর 01718231648
হোটেল বৈশাখি
১ রাত ৭০০ থেকে ১০০০ পর্যন্ত ভাড়া হতে পারে কাপল+সিঙ্গেল। নম্বর 01777242918
হোটেল ফালগুনি আবাসিক
১ রাত ৮০০ থেকে ১০০০ পর্যন্ত ভাড়া হতে পারে কাপল+সিঙ্গেল। নম্বর 01716083474
হোটেল আল শিফা
সুন্দর পরিবেশ ১ রাত ৮০০ থেকে ১৫০০ পর্যন্ত ভাড়া হতে পারে কাপল+সিঙ্গেল।
নম্বর 01307252526
হোটেল গৌড়
১ রাত ৮০০ থেকে ১৫০০ পর্যন্ত ভাড়া হতে পারে কাপল+সিঙ্গেল। নম্বর 01834358338
জাস্ট ইন রেসিডেনটিআল
সুন্দর পরিবেশ ১ রাত ৮০০ থেকে ২০০০ পর্যন্ত ভাড়া হতে পারে কাপল+সিঙ্গেল।
নম্বর 01775-874741
হোটেল সেঞ্চুরী
সুন্দর পরিবেশ ১ রাত ৮০০ থেকে ১০০০ পর্যন্ত ভাড়া হতে পারে কাপল+সিঙ্গেল। নম্বর
01937256651
আগেই বলি এই ভাড়ার সাথে তাদের হোটেল এর ভাড়া মিল নাও থাকতে পারে তাই আপনাকে
সরাসরি নম্বর দিয়ে যোগাযোগ করে নিতে হবে। হোটেল গুলো ভালো এবং রাজশাহী লক্ষীপুরের মোড়ের ওপর এবং আশে পাশে অবস্থিত
আপনারা খুব সহজে মেডিকেল বলেন ক্লিনিক বলেন সহজে যেতে পারবেন এবং ভাড়া গুলো
মূলত কম তবে রুম ভিত্তিক পরিবেশ অনুযায়ী ভারা নির্ধারণ হয়ে থাকে।
পদ্মা আবাসিক হোটেল রাজশাহী
পদ্মা আবাসিক হোটেল রাজশাহী শহরের সুন্দর আবাসিক এলাকার মধ্যে অন্যতম এই আবাসিক
হোটেল। পদ্মা আবাসিক নামে এই এলাকাই হোটেল নাই তবে যেটি আছে সেটি হলো (যাত্রা
ফ্লাগশিপ রাজশাহী সিটি সেন্টার) এটি একটি আবাসিক বিলাসবহুল হোটেল। হোটেলটি অনেক
সুন্দর ও ১ রাত বুকিং নিতে হলে আপনার খরচ হতে পারে ৩ থেকে ৪৮০০ টাকা পর্যন্ত।
তাদের সাথে যোগাযোগের জন্য তাদের নম্বর হলো 01700706951 এই এলাকার পাশেই হলো
ভদ্রা বাস স্টান্ড অবস্থিত এবং রাজশাহী ভাসির্টিতে খুব সহজে যাওয়া যায়। পাশেই
মনরম পরিবেশ ভদ্রা পার্ক রয়েছে যা অনেক সুন্দর সাথে লেক। সম্পূর্ন এলাকা আবাসিক
হওয়ায় মনোরম পরিবেশ ও কোলাহল মুক্ত। আমরা ইতিমধ্যে জেনেছি রাজশাহী
আবাসিক হোটেল ভাড়া কত নিচে আমরা আরো বেশ কিছু আবাসিক হোটলের ডিটেলস ও ভাড়া
জানাবো।
রাজশাহী সাহেব বাজার আবাসিক হোটেল
রাজশাহী সাহেব বাজার আবাসিক হোটেল রাজশাহী বসবাসরত ছোটবড় বেশিরভাগ হোটেল রাজশাহী
সাহেব বাজার এলাকাই অবস্থিত এবং বেশিরভাগ মানুষ বাজারের হোটেল গুলোতে থাকে
পড়াশোনার পাশাপাশি ঘোরাঘরি করার জন্য পাশেই পদ্মা নদী অবস্থিত অনেক পর্যটকরাও
সেখানে ঘুরতে যায়। আমরা ওপরে জেনেছি রাজশাহী আবাসিক হোটেল ভাড়া কত এখন আমরা বাজার
এলাকার হোটেল গুলোর ব্যাপারে জানব আমরা বাজারের যেই হোটেল গুলোর নাম বলব তা
পূর্বের ভাড়ার মতন এভারেজ একই ভাড়া একটু কম বেশি হবে। বুকিং নিতে সরাসরি যোগাযোগ
করুন নম্বরে।
হোটেল মুন আবাসিক। নম্বর 01701988260
হোটেল নিউ স্টার। নম্বর 01754542983
হোটেল হক ইন্টারন্যাশনাল। নম্বর 01711066597
হোটেল নাইস ইন্টারন্যাশনাল। নম্বর 01740133933
হোটেল আনাম। নম্বর 01718057089
হোটেল গুলো অনেক সুন্দর ও মোনোরম পরিবেশ বাজারের সাথেই অবস্থিত হোটেলগুলো। খুব
সহজেই আপনি রাজশাহী শহরের যেকোন প্রান্তে যেতে পারবেন। বাজার থেকে গুরুত্বপূর্ন
পয়েন্ট গুলো যেতে আপনার সময় ব্যায় হবে কম সাথে খরচও।
আবাসিক হোটেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে ভালো কিছু আবাসিক হোটেল রয়েছে তার আগে বলি
বিশ্ববিদ্যালয়ের আশেপাশে হোটেল রুম পাওয়া খুব কঠিন কারণ সবসময় হোটেল বুকিং থাকে
ছাত্র-ছাত্রীর জন্য বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সময় প্রচুর যানজট
এই সময় শহরের হোটেল সব বুকিং হয়ে যায়। বিশ্ববিদ্যালয়ের পাশে ভালো হোটলে গুলোর নাম
নিচে দেওয়া হলো যা কম খরচের মধ্যে পেয়ে যাবেন।
হোটেল আনজুম। নম্বর 01719750914
হক'স ইন হোটেল। নম্বর 01715605157
আরএইচ স্টুডেন্ট হোটেল। নম্বর 01727907027
নুপুর লেডিস হোস্টেল। নম্বর 01727542144
যাত্রা ফ্লাগশিপ রাজশাহী সিটি সেন্টার। নম্বর 01700706951
আমরা আপনাদের এইসব হোটেল গুলোর ভাড়ার ব্যাপারে ওপরে রাজশাহী আবাসিক হোটেল ভাড়া কত
আলোচনা করে দিয়েছি এইজন্য দ্বিতীয়বার আর বলছিনা আপনারা সময় মতন হোটেল গুলো বুকিং
দিয়ে দিবেন কারন হোটেল গুলো ফাকা কম থাকে। এছাড়াও ভার্সিটির সামনে বিনোদপুর
এলাকার ভেতরে বর্তমানে বেশ কিছু হোস্টেল রয়েছে রুম রয়েছে যেইগুলো কম ভাড়ায় পাওয়া
যায় ৫০০ থেকে ৮০০ মধ্যে আপনারা লোকেশনে গিয়ে খোজ নিলে জানতে পারবেন।
শেষ কথা
আমরা আমাদের মূল আলোচনা রাজশাহী আবাসিক হোটেল ভাড়া কত তা সম্পর্কে জানতে পেরেছি আশাকরি বুঝতে পেরেছেন।
আমি নিজে একজন রাজশাহীর ছেলে এবং রাজশাহীর হোটেল গুলোর লোকেশন এর ব্যাপারে ভালো
ধারণা রয়েছে আপনারা যদি না চিন্তে পারেন বা কোন ইনফরমেশনের দরকার পরে তাহলে
নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন অথবা বেল-আইকন থেকে ওয়াটস অ্যাপে নক করতে
পারেন আশা করি হেল্প করতে পারব। এতক্ষন আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে
ধন্যবাদ।
নেক্সাস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url