নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন
নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন আপনি ঘরে বসে পেঁয়াজের রস দিয়ে মাথায় ব্যবহার করে চুল গজাতে পারবেন এই পদ্ধটি অনেক পুরোনো। আমাদের পূর্ব পুরুষরা পেঁয়াজের রসের ব্যবহার করে বর্তমান যুগ পর্যন্ত পেঁয়াজের রসের ঘরোয়া পদ্ধতি ব্যবহার হয়ে আসছে।
পেঁয়াজের রসের উপকারীতা রয়েছে। চুল নিয়ে কমবেশি সবাই টেনশনে থাকেন। যাদের চুল পরতে পরতে একদম টাক হয়ে গেছেন তারা বেশি চিন্তিত। তাই নতুন চুল গজাতে ঘরোয়া উপায়ের কোনো বিকল্প নাই। তাই ধর্য সহকারে বসুন এবং সম্পূর্ন আর্টিকেল মন দিয়ে পড়ুন।
পেজ সুচিপত্রঃ নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন
নিচের যেকোন অংশ পড়তে ক্লিক করুন
- নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন
- নতুন চুল গজাতে কতদিন সময় লাগে
- নতুন চুল গজাতে পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করব
- চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা
- পেঁয়াজের রস মুখে দিলে কি হয়
- নতুন চুল গজাতে পেঁয়াজের রস মাথায় কতখন রাখা উচিত
- পেঁয়াজের হেয়ার প্যাক কিভাবে বানাবেন
- নতুন চুল গজাতে বিভন্ন হেয়ার প্যাক
- শেষ কথা
নতুন চুল গজাতে পেঁয়াজের রস কিভাবে ব্যবহার করবেন
নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন নতুন চুল গজাক আমরা
সবাই চাই। স্বাভাবিক নিয়মে প্রতিনিয়ত আমাদের মাথা থেকে অসংখ্য চুল পড়ে সেটা
প্রকৃতিক নিয়মে কিন্তু যাদের মাথায় চুল কম বা পাতলা চুল তাদের ও চুল পরতে পরতে
একদম টাক হয়ে যায় তাই অনেকে অনেক চিকিৎসা করেই সমাধান পায়নি। যেহেতু আপনার
চিকিৎসায় কাজ হয়নি তাহলে এখন আপনার ঘরোয়া একটি উপাদানের দিকে নজর দিন।
নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন তা জানতে পারবেন কিন্তু
কিভাবে ব্যবহার করব তা আমরা অনেকে জানিনা তাই আপনাদের জন্য পেঁয়াজের রস কিভাবে
ব্যবহার করলে নতুন চুল গজাবে তা নিয়ে আমাদের আজকের আর্টিকেল। আপনি সম্পূর্ন পড়লে
বুঝতে পারবেন পেঁয়াজের রসের আশোল কাজ যা আপনার টাক মাথায় চুল গজাবে।
নতুন চুল গজাতে কতদিন সময় লাগে
নতুন চুল গজাতে কতদিন সময় লাগে অনেকে বলেন ৭ দিন আবার অনেকে বলে ৩ সপ্তাহ পর্যন্ত
সময় লাগতে পারে। চিকিৎসকের মথে প্রতিদিন মানুষের মাথা থেকে ৫০ থেকে ১০০টি চুল পড়ে
এটা স্বাভাবিক। তবে আপানার মাথার চুল এমনিতে কম আবার প্রতিনিয়ত চুল পড়া বিষয়টি
খুবই দুঃখ জনক তাই চুল পড়ার আগেই বাসায় বসে পেঁয়াজের রস ব্যবহার করতে থাকেন নতুন
চুল গজাবে। এছাড়াও প্রতিদিন মাথাই ম্যাসাজ করুন ম্যাসাজে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন
বাড়ে কোষ গুলো উজ্জীপিত হয় নতুন চুল গজাতে সময় কম নেয়।
বাজারো ভ্রাইব্রেটিং ম্যাসেজার পাওয়া যায় এর সাহায্যে মাথাই চক্রাকারে ঘুরিয়ে
ঘুরিয়ে মাথার স্ক্যাল্পে ম্যাসেজ দিতে পারেন এতে আপনার মাথায় রক্ত চলাচল বাড়বে
চুল পড়া কম হবে নতুন চুল গজাতে সাহায্য করবে। ভিটামিন-ই নিয়ে মাথাই ম্যাসাজ করতে
পারেন এটি চুলের জন্য উপকারী। এমন শ্যাম্পু ব্যবহার করুন জেনো চুলের স্ক্যাল্পের
মৃত কোষগুলো ঝরে যাই কারন মৃত কোষগুলো স্ক্যাল্পের ফলিকগুলো ব্লক করে রাখে নতুন
চুল গজাতে বাধা দেয়। তাই নিয়মিত ভালো শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার রাখুন।
নতুন চুল গজাতে পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করবেন
নতুন চুল গজাতে পেঁয়াজের রস চুলে কিভাবে ব্যবহার করবেন। নতুন চুল গজাতে পেঁয়াজের
রস চুলে নান ভাবে ব্যবহার করতে পারবেন তার আগে যেনে নেই পেঁয়াজের রসে কি কি উপকরন
রয়েছে যা আমাদের নতুন চুল গজাতে সাহায্য কেরে। পেঁয়াজে সালফারের পরিমান অনেক বেশি
থাকে এটি একটি খনিজ যা নতুন চুল গজাতে বিশেষ ভাবে কাজ করে। পেঁয়াজের রস চুলের
নিজস্ব প্রেটিন যা কেরাটিন উৎপাদনের হার বাড়িয়ে তুলে।
এছাড়াও পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান যা মাথার ত্বকে কোনও
রকম সংক্রামন হতে দেয় না। ফ্ল্যাভোনয়েডের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এই
পেঁয়াজে যা শরীরে ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখে ফলে চুলের ফলিকলগুলো
ক্ষতিগ্রস্ত হতে দেয় না। পেঁয়াজের রস ব্লিন্ডারে মিহি করে ছাকনি দিয়ে ছেঁকে তার
সঙ্গে পরিমান মত অ্যালো ভেরার শাঁস বা জেল মিশিয়ে নিয়ে মাথার স্ক্যাল্পে মেখে
আধাঘন্টা রেখে ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। চুল পড়া অনেকটাই বন্ধ হয়ে যাবে।
চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা
চুলের জন্য পেঁয়াজের উপকারিতা ও অপকারিতা রয়েছে আপনি চুলের জন্য পেঁয়াজের রসের
যেমন উপকার রয়েছে তেমন অপকারিতাও রয়েছে আমরা প্রথমে উপকার সম্পর্কে আলোচনা করব।
নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন এর উপকারীতা কেমন ও
অপকারীতা কি রয়েছে তা বিস্তারিত আলোচনা করবো। অনেকে পেঁয়াজকে শয্য করতে পারেনা
আবার পেঁয়াজের কথা শুনলেই দূরে পালাই। তাই উপকারী জিনিসকে অবশ্যই সাবধানের সাথে
ব্যবহার করতে হয়।
উপকারিতা
আপনার যদি অল্প বয়সে চুল পেকে যায় তাহলে পেঁয়াজের রস চুলে লাগালে চুল পাকার আশঙ্কা কমে যায়। এটি কাজ করার
কারণ এত রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা চুলের গোড়াই হাইড্রোজেন পার অক্সাইডরে
মাত্র কমায় ফলে চুল পাকার আশঙ্কা কমে। চুল পাকা কমাতে পেঁয়াজের রস তিন চামচ ও দুই
চামচ লেবুর রস মিশিয়ে চুল ও মাথায় ভালো করে ম্যাসাজ করে পরে ধুয়ে
ফেলুন।
পেঁয়াজের রসে মাথার শুষ্ক হওয়াকে বাধা দেয় ফলে মাথায় চুলকানী ভাব কমাতে পারে। লাগানোর পদ্ধতি দুই
চামচ পেঁয়াজের রস নিবেন সাথে আধা চামচ মধু মিশিয়ে মাথাই লাগাবেন। বাসায় মধু না
থাকলে বিকল্প হিসেবে নারিকেল তেল ব্যবহার করতে পারেন। তিন চামচ পেঁয়াজের রস সাথে
পাঁচ চামচ নারকেল তেল মিশাবেন ২০ মিনিট রেখে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
আপনার মাথাই যদি খুশকি থাকে তাহলে পেঁয়াজের রস থেকে পাবেন উপকার। আপনার খুশকি দূর হয়ে যাবে।
খুশকির জন্য আমরা কত কি করি তারপরও খুশকি যায় না। শীতকালে আরো বেশি পরিমান খুশকি
দেখা যায়। অনেক রকমের শ্যাম্পু ট্রাই করার পরও খুশকি যায় না। তবে আপনি যদি
শ্যাম্পু বাদ দিয়ে পেঁয়াজের রস দিয়ে একবার ট্রাই করে দেখেন আশা করি আপনার উপকার
হবে।
পেঁয়াজের রস খুশকির জন্য ব্যবহার করবেন কিভাবে প্রথমে পেঁয়াজের রস বের করুন এরপর
দুই চামচ অ্যালোভেরা জেল ও তিন চামচ পেঁয়াজের রস একসাথে মিশিয়ে মাথার ত্বকে ভালো
ভাবে লাগান। এই উপকরনটি ১০ মিনিট মাথাই রাখবেন এরপর ধুয়ে ফেলুন দেখবেন আপনার
খুশকি প্রথম ব্যবহারে অনেকটা কমে গেছে এইভাবে সপ্তাহে ২ থেকে ৩ বার ব্যবহার করুন
খুশকি আর থাকবেনা।
অপকারিতা
পেঁয়াজের ব্যাপারে আমরা এতক্ষন উপকারীতা বিষয়ে পড়লাম এখন আমরা এর অপকারীতা নিয়ে
আলোচনা করবো। কিভাবে পেঁয়াজের রস ব্যবহারে আমাদের সাবধান হবে। আপনি পেঁয়াজ যখন
চুলের জন্য ব্যবহার করবেন তার আগে আপনি ভালো মানের শ্যাম্পু সাথে রাখবেন। কারন
পেঁয়াজের গন্ধ অনেক এতে আপনার সমস্যা হতে পারে। ভালো মানের শ্যাম্পু দিয়ে মাথা
ধুয়ে নিবেন।
পেঁয়াজে যাদের অ্যালার্জি আছে তাদের বলবো চুলের জন্য পেঁয়াজ ব্যবহার না করায় ভালো। ব্যবহার করবেন না
এবং পেঁয়াজ খাবেন না আপনার অ্যালার্জি থাকলে ত্বক এবং চোখে লালভাব হতে পারে।
শরীরে চুলকানী জ্বালাপোড়া শ্বাস সিতে সমস্যা ইত্যািদি অবস্থাই পরতে পারেন। তাই
যাদের অ্যালার্জি আছে তারা পেঁয়াজ এর ব্যবহার ও পেঁয়াজ থেকে দূরে থাকাই
ভালো।
পেঁয়াজে হতে পারে আপনার চোখের সমস্যা। পেঁয়াজে থাকে সালফিউরিক এসিড। কাটার সময় ঝাঁঝালো রস বাতাসের সাথে
মিশে আপনার চোখে এসে পড়ে চোখে অনবরত পানি পড়তেই থাকে। এই সালফিউরিক এসিড আপনার
চোখের সংস্পর্শে গেলে চোখের বারোটা বেজে যেতে পারে বেশি পারিমান গেলে মানুষ অন্ধও
হয়ে যেতে পারে। তাই চুলে ব্যবহার করার সময় সাবধানের সাথে পেঁয়াজের রস ব্যবহার
করুন যাতে চোখের কাছে না চলে আসে।
পেঁয়াজ খেলে মানুষের মুখ থেকে দুর্গন্ধ বের হয়। তেমনি আপনি যদি চুলে পেঁয়াজের রস ব্যবহার করতে চান চুলের জন্য
উপকার কিন্তু চুল থেকে দুর্গন্ধ আপনাকে অতিষ্ট করে তুলবে তাই অবশ্যই চুলে ব্যবহার
করার আগে ভালো মানের শ্যাম্পু সাথে রাখবেন যদি গন্ধ না যায় তাহলে গোসোল শেষে এক
কাপ পানিতে অ্যাপলসাইডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে নিবেন তাহলে গন্ধ আর থাকবে না।
পেঁয়াজের রস মুখে দিলে কি হয়
পেঁয়াজের রস মুখে দিলে কি হয় সাধারণত মুখের বা ত্বকের কোন ক্ষতি করে না তবে যাদের
অ্যালার্জি মতন সমস্যা রয়েছে তারা পেঁয়াজের রস চুলের জন্য মাথাই না দেওয়াই ভালো
কারন মাথাই দিলে পেঁয়াজের রস জেনো স্কিনে না চলে আসতে পারে তখন আপনার ত্বক
জ্বালাপোড়া করতে পারে। তাই স্কিন বা চর্ম ডাক্তারের পরামর্শ নিয়ে পেঁয়াজের রস
ব্যবহার করা উত্তম। এছাড়া যাদের অ্যালার্জি মতন সমস্যা নাই তারা স্কিন কেয়ারে
পেঁয়াজের রস ব্যবহার করতে পারবেন।
নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন তা জানতে পারবেন কিন্তু
ত্বকের জন্য পেঁয়াজের রস অনেক উপকার তা আমরা জানিনা ত্বকের নানা সমস্যা দূর করতে
পেঁয়াজের রসের ভুমিকা আছে। তবে যাদের পেঁয়াজের রসের গন্ধ সহ্য হয় না তাদের জন্য
একটু কষ্ট করে হলেও সহ্য করতে হবে যদি আপনার ত্বকের সমস্যা দূর করতে চান। নিচে
আমরা পড়ে নিব পেঁয়াজের রস ত্বকে দিলে কি হয়।
অনেকের ত্বকে লাল দাগ হয় এর কারন হচ্ছে ত্বকে মেলানিনের মাত্র বেড়ে যায় তখন লাল ভাব দেখা দেয়
তবে এই লাল ভাব দূর করতে নিয়মিত পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। পেঁয়াজের রসে
রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট ও অ্যান্টি পিগমেন্টেশন যা ত্বকের দাগ কমাতে সাহায্য
করে। প্রতিদিন ১ থেকে ২ চামচ পেঁয়াজের রস নিয়ে তুলোর সাহায্যে লাল হওয়া জায়গায়
লাগিয়ে হালকা ভাবে ম্যাসাজ করেন।
প্রায় ১০ মিনিট ম্যাসাজ করার পর মুখ ধুয়ে ফেলুন। প্রতিদিন যদি এই উপকরন দ্বারা
ত্বকের লাল ভাব জায়গা গুলোতে হালকা ভাবে ম্যাসাজ করতে পারেন তাহলে আপনার লাল ভাব
খুব দ্রুত চলে যাবে। যারা গন্ধ সহ্য করতে পারেন না তারা মুখ দিয়ে নিশ্বাস নিতে
পারেন এতে নাকের ব্যবহার হবে না জ্বালা পোড় কম করবে। চোখ বন্ধ করে উপকরন ব্যবহার
করে ১০ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন।
মুখের দাগ যাদের আছে তারা পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন। পেঁয়াজের রসে রয়েছে
অ্যান্টি অক্সিডেন্টের পাশাপাশি অ্যান্টি ইনফ্লেমেটরি যা মুখের দাগ কমাতে সাহায্য
করে। দাগ দূর করতে ১ চামচ পেঁয়াজের রস নিন রসে পরিমান মতো মধু মিশিয়ে নিন এরপর
মুখে ১০ মিনিট লাগিয়ে রাখেন এরপর মুখ ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে আপনার মুখের
দাগে উপকার পাবেন।
নতুন চুল গজাতে পেঁয়াজের রস মাথায় কতক্ষন রাখা উচিত
নতুন চুল গজাতে মাথায় পেঁয়াজের রস কতক্ষন রাখা উচিত তা আমরা অনেকে জানিনা। না
যেনে অনেক সময় ধরে মাথাই বা ত্বকে পেঁয়াজের রস রেখে দি এতে উপকার না হয়ে অপকার
হয়ে যেতে পারে। এইজন্য আপনাকে পেঁয়াজের বিভন্ন ব্যবহার বিধি জানতে হবে। পেঁয়াজ
সুধু চুলে নই আপনি স্কিন এর যেই স্থানেই ব্যবহার করুন না কেনো সময়মত ব্যবহার শেষ
করতে হবে।
- যারা মাথার চুল গজাতে পেঁয়াজের রস ব্যবহার করবেন তারা পেঁয়াজের রস লাগিয়ে ৩০ থেকে ৪০ মিনিট রাখুন এরপর শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
- চুলের জন্য পেঁয়াজের রসের সাথে ১ চামচ মধু মিশিয়ে চুলের গোড়াই লাগিয়ে ১৫ থেকে ২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- আপনার মাথা যদি টাক হয়ে থাকে তাহলে আপনাকে প্রতিদিন দিনে ২ বার পেঁয়াজের রস লাগাতে হবে। ১০ মিনিট পর্যন্ত মাথাই রাখবেন তারপর ধুয়ে ফেলবেন। এইভাবে যদি আপনি ৩ মাস পর্যন্ত ধৈর্য ধরে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল উঠতে বাধ্য।
- প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিটের জন্য মাথাই রস লাগিয়ে রাখতে পারেন। এইভাবে ২ মাসের মধ্যে আপনি নতুন চুল দেখতে পাবেন। যদি আপনি পেঁয়াজের রসের গন্ধ সহ্য করতে পারেন তাহলে সারারাত রেখে দিতে পারেন সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
- নতুন চুল গজাতে আপনি প্রতিসপ্তাহে ১ বার করে পেঁয়াজের রস ব্যবহার করুন ২ ঘন্টার জন্য। ফলাফল দেখতে পাবেন কয়েকমাসের মধ্যে।
- নতুন চুলের জন্য আপনি পেঁয়াজের রসের সাথে পরিমানমত অলিভ অয়েল মিশিয়ে ২ ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন।
- যারা ত্বকের দাগের কারনে পেঁয়াজের রস ব্যবহার করবেন তারা ১০ থেকে ১৫ মিনিট রেখে তারপর ধুয়ে ফেলুন। ত্বকে লাগানোর পর সমস্যা না হলে রস শুকানো পর্যন্ত অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন।
নতুন চুল গজাতে ও ত্বকের সমস্যাই পেঁয়াজের রসের কার্যকারীতা রয়েছে তা
ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন। পেঁয়াজের রস মাথাই কতক্ষন রাখবেন তা জানতে
পারলেন আশা করি আপনি সঠিক ভাবে পেঁয়াজের রসের ব্যবহার করার পদ্ধতি অবগত
হয়েছেন। নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন ও পেঁয়াজের
রস কতক্ষন রাখবেন আশা করি বুঝতে পেরেছন।
পেঁয়াজের হেয়ার প্যাক কিভাবে বানাবেন
পেঁয়াজের হেয়ার প্যাক কিভাবে বানাবেন তা আমরা জানিনা। পেঁয়াজের হেয়ার প্যাক
বানানো খুবই সহজ আপনাকে একটু ধৈর্য সহকারে বানাতে হবে। নতুন চুল গজাতে মাথায়
পেয়াজের হেয়ার প্যাক বর্তমানে অনেকে ব্যবহার করে টাক মাথায় চুল গজিয়েছে ও চুলের
বিভিন্ন সমস্যার সমাধান পেয়েছে। তাই এখন আমরা পেঁয়াজের বিভিন্ন হেয়ার প্যাক
তৈরি করার উপকরন ও পদ্ধতি দেখবো।
পেঁয়াজ ও মধু দিয়ে তৈরি হেয়ার প্যাকঃ প্রথমে ভালো মতোন পেঁয়াজের
খোসা ছাড়িয়ে ব্লিন্ডারে দিয়ে রস বের করে নিন। তারপর একটি কাপের এক তৃতীয়াংশ
পেঁয়াজের রস নেন সাথে ১ চামচ মধু মেশান। ভালো মতোন মিক্স করে নিন। এবার চুলের
গোড়াই বা স্কাল্পে ভালো মতোন লাগিয়ে ৩০ মিনিট পর ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে
ফেলুন।এই হেয়ার প্যাকটি আপনার মাথার চুলের জন্য অনেক উপকার।
অলিভ অয়েল এবং পেঁয়াজের রসের হেয়ার প্যাকঃ পরিমান মতো অলিভ অয়েল
নিয়ে সাথে ৩ চামচ পেঁয়াজের রস মিক্স করেন। মিক্স করা শেষ হলে হাতে নিয়ে ভালো
মতোন মাথার স্কাল্পে লাগিয়ে দেন। মিশ্রনটি আপনার মাথায় ২ ঘন্টা রেখে তৈলাক্ত
চুলের জন্য যেইসব শ্যাম্পু ব্যবহার করেন তার মধ্যে একটি ব্যবহার করে ধুয়ে
ফেলবেন এক কথাই ক্ষারযুক্ত শ্যাম্পু ব্যবহার করে ধুয়ে ফেলবেন। এটি আপনার চুলের
গোড়া শক্ত করে নতুন চুল গজায় ও চুলের খুশকি দূর করে।
পেঁয়াজ ও কারিপাতার হেয়ার প্যাকঃ কারিপাতা চুলের জন্য অনেক
উপকার।প্রথমে পরিমানমত কারিপাতা তাজা অবস্থাই বেটে নিন তারপরে ২ চামচ পেঁয়াজের
রস বাটা কারিপাতার মধ্যে দিয়ে মিক্স করে নিন।মিশ্রনটি চুলের স্কাল্পে বা চুলের
গোড়াই ভালো মতোন লাগান এটি আপনার নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া রোধ করে
চুলের গোড়াকে শক্ত করে। ১ ঘন্টা রেখে তৈলাক্ত মুক্ত শ্যাম্পু বা ক্ষারযুক্ত
শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
পেঁয়াজের রস ও টক দইঃ পেঁয়াজের রস বের করে পরিমানমত ৫-৬ চামচ নিন
এর মধ্যে ২ চামচ টক দই মিশিয়ে দিন। টক দই এর সাথে পেঁয়াজের রস ভালো মতন
মিক্স করার পর আপনার মাথার স্কাল্পে ও চুলে লাগিয়ে নিন। ৩০ থেকে ৪০ মিনিট
অপেক্ষা করুন। এরপর ভালো মতন শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। শ্যাম্পুর সাথে
কন্ডিশনার ব্যবহার করবেন। সপ্তাহে ১ দিন এই উপকরন ব্যবহার করবেন।
পেঁয়াজের রস ও অ্যালোভেরা জেলঃ অ্যালোভেরার জেল সম্পর্কে আমরা সবাই
জানি কতখানি উপকারী একটি প্রাকৃতিক উপাদান। পেঁয়াজের রস ও অ্যালোভেরা জেল এক
সাথে মিশিয়ে আপনার মাথায় যেই স্থানে চুল নাই সেই স্থানে উপকরনটি লাগিয়ে ১ ঘন্টা
রেখে দিন এবং পরে ভালোভাবে ধুয়ে ফেলুন। সপ্তহে ৩ বার ব্যবহার করলেই উপকার
পাবেন।
পেঁয়াজের রস ও ডিমের কুসুমঃ এই উপকরন তৈরির জন্য আপনার লাগবে ডিমের
কুসুম ১টি তারপর ১ চামচ অলিভ অয়েল ও পেঁয়াজের রস ২ চামচ সাথে মধু ১ চামচ মিশিয়ে
নিবেন। ভালোভাবে সব উপকরন মিক্স করে মাথাই মাখুন। ১ঘন্টা পর শ্যাম্পুর সাথে
কন্ডিশনার ব্যবহার করে ধুয়ে ফেলুন।
পেঁয়াজের রস ও ক্যাস্টর অয়েলঃ এই উপকরন খুবই জনপ্রিয় মানুষ ব্যবহার
করে অনেকের চুলের পরিবর্তন ঘটেছে। প্রথমে ২ চামচ পেঁয়াজের রস নিন সাথে ২ চামচ
ক্যাস্টর অয়েল মিক্স করুন। সাথে তুলো নিয়ে মাথায় লাগিয়ে আধাঘন্টার মতোন রাখুন।
তারপর শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার এই উপকরন ব্যবহার করবেন।
এতক্ষন পেঁয়াজের হেয়ার প্যাক কিভাবে বানাবেন তা জানতে পারলেন। যারা আগে থেকে
ব্যবহার করেন তারা জানেন পেঁয়াজের রস নতুন চুল গজাতে কতটা উপকার করে। নতুন চুল
গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস দিয়ে হেয়ার প্যাক বানাবেন তা বিস্তারিত আলোচনা
করা হয়েছে। এখন যাদের পেঁয়াজের রস ছাড়াও অন্যান্য উপকরন দিয়ে টাক মাথায় চুল
গজাতে চান তারা নিচের আলোচনা গুলো পরে ফেলুন।
নতুন চুল গজাতে বিভিন্ন হেয়ার প্যাক
নতুন চুল গজাতে বিভিন্ন হেয়ার প্যাক নতুন চুল গজাতে মাথায় পেঁয়াজের রস কিভাবে
ব্যবহার করবেন তা উপরে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এখন যদি পেঁয়াজের রস বাদে
অন্য হেয়ার প্যাক ব্যবহার করতে চান তাহলে আপনি সঠিক যায়গায় এসেছেন। আপনাদের
জন্য পেঁয়াজ রস বাদেও অন্যান্য গুরুত্বপূর্ন উপকরন রয়েছে যা আপনার নতুন
চুল গজাতে সাহায্য করবে।
নতুন চুল গজাতে তিনটি অয়েল ম্যাসাজঃ নতুন চুল গজাতে ক্যাস্টার
অয়েল, ভিটামিন-ই ক্যাপসুল ও খাটি নারিকেল তেল পরিমান একসাথে মিক্স করে নিন এরপর
ভালোমতন স্কাল্পে ম্যাসাজ করুন। ১ ঘন্টা রেখে ভালো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
সপ্তাহে ৩ বার ব্যবহার যদি করতে পারেন ১ মাসের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন।
অলিভ অয়েল ও রসুনের রসঃ অলিভ অয়েলের সাথে ১ কোয়া রসুন থেতো করে
হালকা গরম করে নিন। গরম তেল মাথার চুলের গোড়া মজবুত করে এবং নতুন চুল গজায়।
খেয়াল করতে হবে তেল লাগানোর সময় হাতের নখ জেনো স্কাল্পে না লাগে আঙ্গুলের
সাহায্যে অথবা তুলো নিয়ে হালকাভাবে ম্যাসাজ করুন। সপ্তাহে ২ দিন ব্যবহার করবেন।
মেথির পেস্টঃ আমরা মেথির ব্যাপারে সবাই জানি। মেথির যে কতটা
গুনাগুন রয়েছে তা আমরা ভাবতেও পারি না। রাতে ঘুমানোর আগে পরিষ্কার পানিতে
পরিমান মতো মেথি ভিজিয়ে রাখুন। সকালে ব্লিন্ডারে পেস্ট করে সরাসরি মাথায়
ব্যবহার করুন। সাথে যদি দই বা মধু মিশাতে পারেন তাহলে আরো ভালো। শুকিয়ে যাওয়া
পর্যন্ত অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
কালো জিরা ও মেথিঃ কালো জিরা ও মেথি প্রথমে রোদে শুকান। এরপর গুড়ো
করে নারিকেল তেল পরিমান মতো মিশিয়ে নিন। মিশ্রণটি পাতিলে ফুটিয়ে ঠান্ডা করে
নিন। আপনি চাইলে কাচের বোতলে সংরক্ষন করে রাখতে পারেন। সপ্তাহে ৩দিন চুলে
ব্যবহার করবেন। এটি প্রায় ২ সপ্তাহ পর্যন্ত সংরক্ষন করতে পারবেন।
আলু ডিম মধু ও লেবুর হেয়ার প্যাকঃ আলুর রস বের করুন সাথে ডিমের
কুসুম পরিমান মত মধু ও লেবুর রসের মিশ্রন দারুন উপকার। সব উপকরন গুলো মিশ্রন
করে আপনার টাক মাথায় লাগান। ১ঘন্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। নতুন চুল
আপনি নিজেই দেখতে পাবেন।
নিমপাতার ব্যবহারঃ নিমপাতা আমরা সকলেই চিনি। নিমপাতা আমাদের চুলের
জন্য অনেক উপকারী। নতুন চুল গজাতে সাহায্য করে ও খুশকির জন্য অনেক ভালো কাজ
করে। ১ মুঠো নিম পাতা নিয়ে এক লিটার পানিতে ফুটিয়ে নেন ঠান্ডা হয়ে গেলে গোসোল
শেষ করে এই পানিদিয়ে আরেকবার শুধু চুলটা ধুয়ে ফেলুন। সপ্তাহে ১ বার ব্যবহার
করবেন।
নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন বা পেঁয়াজ বাদে অন্য
উপকরন এর হেয়ার প্যাকের কথা এখানে তুলে ধরা রয়েছে। আপনাদের জন্য যতটা পেরেছি
সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করেছি। নতুন চুল গজাতে উপকরন গুলো আপনার যেটা ভালো
লাগে একটা একাট করে ব্যবহার করে দেখতে পারেন। কোনো ক্ষতি হবে না সবগুলোই
ন্যাচারাল উপকরন যা আপনার চুলের জন্য বেশ কার্যকর।
শেষ কথা
নতুন চুল গজাতে কীভাবে মাথায় পেঁয়াজের রস ব্যবহার করবেন তা বিস্তারিত আলোচনা
করা হয়েছে। আপনি মন দিয়ে পরলে বুঝতে পারবেন পেঁয়াজ নিয়ে কতটা গুরুত্বপূর্ন
আলোচনা করা হয়েছে। আপনাদের উপকার করার জন্যই এত মন্তব্য আর আপনারা যদি টাক
মাথায় নতুন চুলের আশা করতে চান তাহলে অবশ্যই উপকরন গুলো ব্যবহার করে দেখতে
পারেন। এরকম গুরুত্বপূর্ন আর্টিকেল আমরা প্রতিনিয়ত প্রকাশ করে থাকি। এতখন পড়ার
জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকবেন।
নেক্সাস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url