দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 আমাদের আজকের আর্টিকেল। বর্তমানে অনলাইন
ইনকাম এর জনপ্রিয়তা এত বৃদ্ধি পেয়েছে যে খুব সহজেই ঘরে বসে প্রতিদিন ৩০০ থেকে ৫০০
টাকা পর্যন্ত ইনকাম করা যাচ্ছে। তাই ইনকাম করতে চাইলে আর্টিকেল মোনোযোগ সহকারে
পড়ুন।
দৈনিক ৩০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ইনকাম করতে চাইলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আমরা
আপনাদের যেই apps গুলোর নাম বলবো তা থেকে আপনি ১০০% ইনকাম করতে পারবেন। আমরা
নিশ্চিত দিচ্ছি কারন আমরা নিজে সত্যায়িত যাচাই করেছি।
বর্তমানে এত এত অ্যাপস রয়েছে অনলাইন প্ল্যাট ফরমে যা আপনি যদি খুজতে যান তাহলে
হাজার হাজার অ্যাপস পাবেন কিন্তু কোন্টা থেকে আশোলে টাকা ইনকাম করা যায় তা আমরা
জানিনা। শুধু ইনস্টল দি আবার আনইনস্টল করে দি। তাই সবগুলো ঘাটাঘাটি না করে কিছু
নির্দিষ্ট অ্যাপস এর নাম জানাই আপনাদের। দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 এর অ্যাপস
গুলো নাম।
- Swagbucks
- Ysense
- Alamy
- Fiverr
- Facebook
এই ৫টি হলো জনপ্রিয় অ্যাপস। আপনি যদি Fiverr কাজ সম্পর্কে না যেনে থাকেন তাহলে
ওটা বাদ দিয়ে বাকি ৪ টা খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। এখন আমরা এই ৫টি
অ্যাপের ব্যাপারে আলোচনা করবো। আশা করি আপনি বিষয় গুলো ভালোভাবে পড়বেন এবং
ইনস্টল করে কাজ শুরু করে দিতে পারেন।
Swagbucks:
এমন একটি মোবাইল অ্যাপ যা খুব সহজেই আপনি ছোটখাঠো কাজ করে টাকা ইনকাম করতে
পারবেন। যেমনঃ ভিডিও দেখা, ডাউনলোড করা, অ্যাপ ইনস্টল করা, সার্ভে করা ইত্যাদি
ছোট ছোট কাজ করে আপনি দৈনিক ৫০০ টাকা থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে
পারবেন। এই কাজের জন্য কোন অভিজ্ঞতা লাগে না।
আমি আবারো বলছি কোন অভিজ্ঞতা লাগবেনা। আপনি নিঃসন্ধে অ্যাপসটি ইনস্টল করে
একাউন্ট তৈরি করে খেলেতে শুরু করুন। তবে আপনার $5 ডোলার হলেই আপনি withdraw
করতে পারবেন। তাহলে ৫০০ থেকে ৭০০ পর্যন্ত ইনকাম করতে পারবেন একদিনে। আপনার
যেকোন একাউন্ট add করে রাখতে পারেন বিকাশ জনপ্রিয়।
Ysense:
এটিও একটি অনলাইন প্ল্যাট ফরম মোবাইল অ্যাপস। আপনার কোনো প্রকার ইনভেস্টমেন্ট
ছাড়া এই অ্যাপস দিয়ে দিনে ৫০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
এর কাজগুলো হলো সার্ভে, ভিডিও দেখা, ডাউনলোড করা, পণ্য কেনাকাটা করা। এই অ্যাপে
বিভিন্ন অফার চলে আপনি চাইলে অফার গুলো লুফে নিতে পারেন।
আপনি একাউন্ট তৈরি করে অ্যাপস ঢুকে ইনকাম করতে পারবেন। তবে আপনার টাকা যদি
দিগুন করতে চান তাহলে Referrals মাধ্যমে আপনার বন্ধুকে রেজিষ্ট্রেশন করিয়ে আপনি
Ysense অ্যাপস থেকে 30% এক্সট্রা কমিশন পাবেন। তাই বসে না থেকে এখনই ইনস্টল করে
টাকা উপার্যন করার চেষ্টা করুন।
Alamy:
আপনার কি ছবি তোলার অভ্যাস রয়েছে। তাহলে আপনার জন্য এটি একটি বেস্ট অ্যাপস।
এখানে আপনার তোলা ছবি বিক্রি করে 1$ থেকে 20k$ পর্যন্ত ইনকাম করতে পারবেন। এই
অ্যাপস আপনার ফটো sell করার জন্য ১৭% থেকে ৫০% পর্যন্ত দিবে। আর হ্যা একমাত্র
প্রফেশনাল ফটোগ্রাফার এর ছবি দেখেই এইখানে কেনা হয়। আপনার ছবি পছন্দ হলে তারপর।
আপনি এখানে কোনো রকম সস্তা ছবি বিক্রি করতে পারবেন না। সস্তা মানের ছবি যদি
বিক্রি করতে চান তাহলে ২টি অ্যাপস এর কথা বলবো যেই অ্যাপস এ আপনি আপনার ফোনে
তোলা সুন্দর ছবি বিক্রি করতে পারবেন যেমন iStock, Shutterstock এই দুই
অ্যাপে আপনি আপনার তোলা ছবি অ্যাপসে Upload দিয়ে দিনে 0.25$ থেকে 120$ পর্যন্ত
ইনকাম করতে পারবেন।
যাদের Iphone রয়েছে তারা খুব সহজেই Alamy stock image সেল করতে পারবেন কারন
stockimo নামে একটি অ্যাপ দরকার পরে যা apple store পাওয়া যায়। তাহলে আইফোন
ইউসারদের জন্য ভালো খবর আর যারা অ্যান্ডোয়েড ব্যবহার করে তাদের জন্য কি হবে
ঐ-যে iStock, Shutterstock দুটো অ্যাপস এখনি ইনস্টল করেন আর ছবি
আপলোড দিয়ে ইনকাম শুরু করেন।
Fiverr:
আমরা সকলেই ফাইবার সম্পর্কে জানি একটি জনপ্রিয় ফ্রিলান্সিং মার্কেটপ্লেস। এখানে
যারা শ্রম দিয়ে কাজ করে তারা প্রতিষ্ঠিত। আপনি চাইলে ফাইবারের মতো বড়
মার্কেটপ্লেসে দৈনিক ৫০০ থেকে শুরু করে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন যদি
আপনার অভিজ্ঞতা থাকে। অভিজ্ঞতা না থাকলে এই মার্কেটপ্লেসে যাওয়ার দরকার নাই
কারন এইখানে কম্পিটিশন অনেক হাই।
- গ্রাফিক্স ডিজাইন
- ডাটা এন্ট্রি
- ভিডিও এডিটিং
- প্রোগ্রামিং
- লোগো তৈরি ডিজাইন
- ভয়েস
- ব্যানার ডিজাইন
- ওয়েব ডেভেলপমেন্ট
- ওয়েব ডিজাইন
- ট্রান্সলেশন
- কপি পেস্ট
- টাইপিং ইত্যাদি
এইসব কাজের ভেতর যদি আপনার কোনো একটি বা অধিক বিষয়ে জ্ঞান থাকে বা আপনি
এক্সপার্ট হয়ে থাকেন তাহলে Fiverr এ আপনাকে স্বাগতম। আপনি চেষ্টা করলে
ফাইবারের মতোন এত বড়ো মার্কেট প্লেসে কাজ পেয়ে যেতে পারেন। নিজের ক্যারিয়ার
গড়তে হলে বড় বড় মার্কেটপ্লেস গুলোতে চেষ্টা করুন।
Facebook:
বর্তমানে ফেইসবুক হচ্ছে সবচেয়ে সহজ মাধ্যম টাকা ইনকাম করার। ফেসবুক থেকে দিনে
৫০০ থেকে বেশি ইনকাম করতে পারবেন যদি আপনার একটি ফেইসবুক পেজ থাকে। প্রতিদিন
হাজার হাজার টাকা মানুষ ইনকাম করছে তার ফেইসবুক পেজ থেকে তো আপনি কেনো বসে
আছেন। দ্রুত একটি পেজ খুলে পেজে আপনার পছন্দ মতন Video, Reels বানিয়ে পাবলিশ
করতে পারেন।
ফেইসবুক পেজ খুলার পর নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন আপনার ১০০০ জন Follower
হলে আপনি Monetization চালু করতে পারবেন। মনিটাইজেশন যদি চালু করতে পারেন তাহলে
আপনার ইনকাম শুরু। মনিটাইজেশন চালুর মাধ্যমে ফেইসবুক কর্তৃপক্ষ আপনার ভিডিওতে
add দেখাবে বা বিজ্ঞাপন দিবে এর মাধ্যমে আপনি অর্থ পাবেন।
রিয়েল টাকা ইনকাম 2024
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 যদি ধারনা পেয়ে থাকেন তাহলে রিয়েল টাকা
ইনকাম করতে চাইলে ২০২৪ সালে অসম্ভব কিছু না। উপরের যেইসব অ্যাপস নিয়ে আলোচনা
করেছি এখন আরো কিছু জনপ্রিয় অ্যাপস নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো যা আপনারা
খুব সহজেই টাকা ইনকাম করতে পারবেন। চলুন দেখা যাক অ্যাপস গুলোর নাম।
- Google AdSense
- YouTube
- Facebook
- TikTok
- Daraz.com.bd
- Bikroy.com
Google AdSense:
পুরো পৃথিবীর মধ্যে অনলাই থেকে ডলার ইনকাম করার একটি জনপ্রিয় প্রতিষ্ঠিত মাধ্যম
হচ্ছে এই গুগোল এডসেন্স। মানুষ লক্ষ লক্ষ ডলার ইনকাম করে এই মাধ্যম থেকে। যারা
জানেন গুগোল এডসেন্স কি তাদের নতুন করে কিছু বলার নাই। যারা জানেন না তাদের
একটু সাধারন ধারনা দি। আপনি অনলাইনে কোনো বিজ্ঞাপন যদি দেখে থাকেন সেটাই গুগোল
এডসেন্স।
ভিডিও দেখতে দেখতে যখন অ্যাড আসে সেটা গুগোল এডসেন্স। তাহলে ইনকাম করার জন্য কি
করতে হবে আপনাকে। আপনার প্রথমত একটি ওয়েবসাইট বা অ্যান্ড্রোয়েড অ্যাপ এর মালিক
হতে হবে। তারপর গুগোল এডসেন্স একাউন্ট খুলে আপনাকে আবেদন করতে হবে। গুগোল আপনার
ওয়েবসাইটে ভিজিটর দেখবে যদি ভিজিটর বেশি থাকে তাহলে ইনকাম শুরু।
YouTube:
এই মাধ্যম তো সবাই জানেন YT থেকে টাকা ইনকাম করা যায়। আপনি একটি চ্যানেল খুলুন
চ্যানেলে এমন কিছু ভিডিও ছাড়ুন যেনো মানুষ দেখতে আগ্রহী। প্রতিনিয়ত ভিডিও ছাড়ার
মাধ্যমে আপনার ভিউজ এর ওপর ভিত্তি করে মনিটাইজেশন অন হয়ে যাবে। মনিটাইজেশন অন
হয়ে গেলে আপনার ইনকাম শুরু।
Facebook:
উপরের আলোচনায় ফেইসবুক নিয়ে কিছু কথা বলা হয়েছে আরো কিছু পেজ এর ব্যাপারে
কথা বলা যাক। নিয়মিত পেজে ভিডিও আপলোড করুন। কন্টেন গুলো এমন ভাবে তৈরি করুন
যেনো মানুষ দেখতে আগ্রহী হয় আপনার ভিউ বেশি আসে। চেষ্টা করুন মনিটাইজেশন
রিকোয়ারমেন্ট ৫০০০ ফলোয়ার এবং ৬০ হাজার মিনিট ওয়াচ টাইম হওয়ার। প্রয়োজনে একটি
চ্যানেল কিনে ফেলুন এবং ইনকাম করতে থাকুন।
TikTok:
জনপ্রিয় মাধ্যম টিকটক। খুভ সহজেই ইনকাম করতে পারবেন যদি আপনার ভিডিও গুলো হয়
মানুষের চাহিদা অনুযায়ী। তাছাড়াও টিকটক প্লাটফর্মে আপনি এফিলিয়েট মার্কেটিং করে
ইনকাম করতে পারেন। এছাড়াও কোনো প্রোডাক্টের মার্কেটিং মাধ্যমে বিক্রি করে টিকটক
থেকে নগদ অর্থ ইনকাম করতে পারবেন।
Daraz.com.bd:
আপনি দারাজের প্রোডাক্ট এফিলিয়েট মার্কেটিং করে বিক্রি করে ইনকাম করতে পারেন।
সহজ ভাষাই বলি আপনি দারাজের প্রোডাক্ট এর বিজ্ঞাপন অন্যের কাছে দেখিয়ে মানে
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যদি সেল করাতে পারেন তাহলে দারাজ থেকে আপনি কমিশন
পাবেন। এই কাজ করতে চাইলে আপনাকে দারাজের এফিলিয়েট মার্কেটিং প্রোগামে জয়েন হতে
হবে।
Bikroy.com:
বিক্রয়.কম সবাই চিনেন এটি বাংলাদেশের একটি সেকেন্ডহ্যান্ড মার্কেটপ্লেস অনলাইন
প্লাটফর্ম। আপনার পুরোনো সম্পত্তি বিক্রিয় করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এইজন্য আপনাকে বিক্রয়.কম ডাউনলোড করে ইনস্টল করতে হবে এবং তাদের মেম্বারশিপ
হেতে হবে। তাহলে আপনি বিক্রয় করার মাধ্যমে ইনকাম করতে পারবেন।
এইসব হচ্ছে রিয়েল টাকা ইনকাম করার প্লাটফর্ম এইসব সাইট বা অ্যাপস থেকে কখনো
আপনার ইনকাম বিফলে যাবে না। ইনকাম আপনার হবেই যদি এইসব কাজের প্রতি আপনি শ্রম
দেন। এইসব কাজের প্রতি যদি আপনি চেষ্টা করেন তাহলে আপনি খুব সহজেই ইনকাম করে
একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট উপার্জন করতে পারবেন।
ফ্রি টাকা ইনকাম apps bangladesh
ফ্রিতে দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 সম্পর্কে জানতে এই আর্টিকেল মোনোযোগ
সহকারে পড়ার অনুরোধ রইলো আপনি ঘরে বসে বাংলাদেশী অ্যাপ ব্যবহার করে ইনকাম করতে
পারবেন। এছাড়াও জনপ্রিয় কিছু অ্যাপ আছে যা ব্যবহার করে আপনি ইনকাম করতে পারবেন।
চলুন জেনে নেওয়া যাক জনপ্রিয় কিছু অ্যাপ এর নাম।
- Taka Income - টাকা ইনকাম
- Note Taka
- Workupjob.com
- Trickbd - Trickmi
- Daily Taka
- Income Expense - daily expenses
- Peradox Earning - daily income
- DailyCash - Earn Real Money
Taka income: আপনি ঘরে বসে ইনকাম করতে চাইলে এই অ্যাপে কুইজ গেম
খেলে টাকা ইনকাম করতে পারবেন। বিকাশ,নগদ পেমেন্ট। Play Store পেয়ে যাবেন।
Note Taka: এই অ্যাপে আপনি ভিডিও দেখা, ডেইলি চেকিং, স্পিন,
পয়েন্ট কালেক্ট, কুইজ, ইত্যাদি খেলে বিকাশ বা নগদে এর মাধ্যমে উইথড্র করতে
পারবেন।
Workupjob.com: এই সাইটে বিভন্ন টাস্ক থাকে আপনাকে টাস্ক গুলো
কমপ্লিট করতে হবে। কমপ্লিট করতে পারলে বিকাশ বা নগদে এর মাধ্যমে উইথড্র করতে
পারবেন। Play Store পেয়ে যাবেন।
Trickbd - Trickmi: এই সাইটের কাজ হলো আর্টিকেল লিখে ইনকাম করা।
আপনার যদি আর্টিকেল লিখার অভিজ্ঞতা থাকে তাহলে এখানে লিখে ইনকাম করতে পারবেন।
Daily Taka: এই অ্যাপে আপনি একাউন্ট তৈরি করে বিভিন্ন টাস্ক
কমপ্লিট করে বিকাশ বা নগদে পেমেন্ট নিতে পারবেন। Play Store পেয়ে যাবেন।
Income Expense - daily expenses: প্রতিদিন ১০০ টাকা ইনকাম করতে
চাইলে এই অ্যাপ ট্রাই করে দেখতে পারেন। এই অ্যাপে অনলাইন জব থাকে যা
করে আপনি প্রতিদিন ইনকাম করতে পারবেন।বিকাশ বা নগদে পেমেন্ট নিতে পারবেন।
Play Store পেয়ে যাবেন।
Peradox Earning - daily income: এই অ্যাপে আপনি বিভিন্ন ধরনের
ফ্রিল্যান্সিং কাজ তারপর মাইক্রো জব পেয়ে যেইগুলো করার মাধ্যমে আপনি ইনকাম
করতে পারবেন।
DailyCash - Earn Real Money: এই অ্যাপে ওপরের অ্যাপ গুলোর মতোই
একই কাজ আপনাকে করতে। খুব সহজেই ইনকাম করতে পারবেনে এই অ্যাপ থেকে।
সবগুলো অ্যাপেই আপনাকে একাউন্ট তৈরি করতে হবে। এইসব অ্যাপ এর মধ্যে কিছু
বাংলাদেশী অ্যাপ ও কিছু বাইরের অ্যাপ রয়েছে তবে আপনি সবগুলোই থেকে টাকা ইনকাম
করতে পারবেন। সবগুলোই আপনি প্লে-স্টরো পেয়ে যাবেন তবে Workupjob ও Trickbd
এইটা হলো সাইটথেকে কাজ করা ভালো যা আপনাকে ব্রাউজ করে ঢুকতে হবে।
ads দেখে প্রতিদিন ৫০০ টাকা ইনকাম
2024 সালে এস দিনে ৫০০ টাকা ইনকাম করতে অ্যাডস দেখে। হ্যা ভাই ও বোন অ্যাডস
দেখে বর্তমানে অনেকে টাকা ইনকাম করছে। আপনি চাইলেও করতে পারেন এতে আপনার ইনকাম
হবে নিজের হাত খরচ নিজে চালাতে পারবেন। অ্যাডস দেখার জন্য যেইসব অ্যাপস বা সাইট
এর প্রয়োজন তা নিয়ে এখন আলোচনা করবো।
- Cash Apps
- Money Cash Apps
- Earn Money Apps
- Student Job Reward
- Daily Taka
- AdWallet
- Slidejoy
Cash Apps: জনপ্রিয় একটি অ্যাপস। Chrome ব্রাউজার থেকে একাউন্ট তৈরি
করতে হবে। আপনি চাইলে Telegram join হয়ে কাজ করতে পারবেন। বিকাশে পেমেন্ট নিতে
পারবেন।
Money Cash Apps: এই অ্যাপটিও আপনাকে Chrome ব্রাউজার থেকে একাউন্ট
তৈরি করতে হবে। এবং এই অ্যাপে যত সময় দিবেন তত আপনার ইনকাম বাড়তে থাকবে।
Telegram অ্যাপটি অবশ্যই রাখবেন ফোনে।
Earn Money Apps: এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই ads দেখে টাকা ইনকাম
করতে পারবেন। Referral option রয়েছে বন্ধুকে রেফার করে বোনাস পাবেন। বিকাশ বা
নগদে পেমেন্ট দেওয়া হয়।
Student Job reward: পড়ালেখার পাশাপাশি অ্যাপসটি ইনস্টল দিয়ে রাখতে
পাড়েন অবসর সময় গুলো অ্যাপসটির পেছোনে সময়দিন। বিভিন্ন রিয়ার্ডজিতে টাকা উৎলোন
করতে পারবেন।
Daily Taka: অ্যাড দেখে টাকা ইনকাম করার একটি জনপ্রিয় অ্যাপস। আপনি
যত সময় ব্যায় করে ads দেখতে পারবেন তত বেশি ইনকাম করতে পারবেন। দিনে ৩০০ থেকে
৭০০ টাকা ইনকাম করতে পারবেন।
AdWallet: ads দেখার জন্য জনপ্রিয় একটি সাইট। এই সাইটটি
বিশ্বস্থ আপনি প্রতিদিন ৫০০ থেকে ৬০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।
ওয়েবসাইটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ কাজ করে। এড, ভিডিও দেখে ইনকাম করতে
পারবেন। Referral option রয়েছে। বিকাশে পেমেন্ট নিতে পারবেন।
Slidejoy: ads, Video দেখার আরো একটি জনপ্রিয় অ্যাপস। প্রতিদিন ৫০০
থেকে ৭০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। হ্যা সত্যি আপনি ইনকাম করতে পারবেন।
এই অ্যাপস ট্রাসটেড। Play-Store থেকে ডাউনলোড করতে বা আপনি চাইলে ডাইরেক্ট
ওয়েবসাইটে ঢুকে একাউন্ট তৈরি করে ইনকাম শুরু করতে পারবেন।
ভিডিও দেখে টাকা ইনকাম 2024
বর্তমানে আপনি যদি শুধু ভিডিও দেখে ইনকাম করতে চান তাহলে আপনি সঠিক জাইগাই
এসেছেন। আপনাকে কিছু এমন অ্যাপস এর সর্ম্পকে জানাবো যা আপনার ভিডিও দেখার
মাধ্যমে ইনকাম করতে পারবেন। দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 সালের অ্যাপস
গুলো থেকে ভিডিও দেখে ইনকাম করা যায় মোট ২১ টি অ্যাপস এবং ওয়েবসাইটের কথা তুলে
ধরা হলো।
- ViVi - Watch Videos Get Reward
- TheBoost Partner
- Europe Jobs
- Daily Taka
- Taka Pura
- Tube Toon
- Govt Money 2023 Tech
- savingon75.com
- gogopays.com
- Capital eWork
- Cash Earning App Givvy Videos
- InboxDollars
- JumpTask
- iRazoo
- AdWallet
- Neobux
- MyPoint
- QuickRewards
- Paidverts
- PrizeRebel
- Freecash
আচ্ছা আপনাদের জন্য অনেকগুলো অ্যাপস এবং সাইট এর নাম তুলে ধরলাম। এইসব সাইট এবং
অ্যাপস সুধুমাত্র ভিডিও দেখে টাকা ইনকাম করার পাশাপাশি অন্য কাজের মাধ্যমেও
ইনকাম করতে পারবেন। প্রয়োজনে অ্যাপ গুলোর রিভিউ দেখে নিবেন। প্রতিদিন ভিডিও
দেখে ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। অ্যাপস গুলোতে সময়দিন টাকা
ইনকাম হবেই আপনার।
টাকা ইনকাম করার ওয়েবসাইট 2024
টাকা ইনকাম করার ওয়েবসাইট 2024 সাইটগুলো যদি জানতে চান তাহলে আমাদের
আর্টিকেলের প্রথমেই উল্লেখ করা রয়েছে সাইট এর নাম তারপরও
আপনারা যেহেতু পড়েছেন তাই নতুন করে ডিটেলে আলোচনার করার কোনো দরকার নায়।
লিস্ট করে সাইট গুলোর নাম আবার তুলে ধরলাম।
- Google AdSense
- Fiverr.com
- Kolotibablo.com
- Swagbucks.com
- Megatypers.com
- Google opinion rewards
- Prizerebel.com
- Upwork.com
- Daraz.com.bd
- Bikroy.com
এইখানে কিছু সাইটের আলোচনা করা হবে যেটা পূর্বে আলোচনা করা নাই। চলুন দিনে
৫০০ টাকার বেশি ইনকাম যদি করতে চান এই ২০২৪ সালে এসে তাহলে জনপ্রিয় সাইট ছাড়া
কোনো বিকল্প নাই। আপনি যদি সত্যি ইনকাম করতে চান তাহলে অবশ্যই আপনাকে শ্রম
দিতে হবে তা না হলে হবে না।
Kolotibablo.com: এই সাইটের কাজ হলো আপনাকে বিভিন্ন ধরনের
(captcha) টাইপ করতে হবে। টাইপ করে solve করতে হবে। যত বেশি কাজ করতে পারবেন
তত ইনকাম করতে পারবেন। প্রথমে কম থেকে বেশি হবে ইনকাম।
Megatypers.com: এই সাইটের কাজ হলো Data Entry কাজ। আপনার
কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে অনলাইনে image-to-text recognition, transcription
from voice to text, captcha solving ইত্যাদি এই ধরনের কাজ করে ইনকাম করতে
পারবেন।
Google opinion rewards: এই কাজটি হলো বিভিন্ন পয়েন্ট পাবেন
google play store থেকে সেই পয়েন্ট থেকে আপনি Doller কনভার্ট করে আপনার
বিভিন্ন অনলাইন গেমে যেমন জনপ্রিয় pubg, free fire ইত্যাদিতে uc,dimond তুলতে
পারবেন। কিভাবে করবেন এইজন্য আপনাকে play-store থেকে কোনো paid কিছু একবার
কিনতে হবেই তাহলোই point যোগ হতে থাকবে।
তাহলে বুঝতেই পারছেন কিছু ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে শ্রম দিতে হবে। সময়
বের করে দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 পাশাপাশি এইসব সাইট বা অ্যাপস এর
পেছনে দিনে ২,৩ ঘন্টা সময় দেন ইনকাম শুরু হবে। পড়ালেখার অবসর সময়গুলো অনলাইনে
ব্যায় করুন অনেক কিছু শিখতে পারবেন ইনকাম করতে পারবেন।
প্রতিদিন ইনকাম
দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 আমরা আলোচনা করেছি এখন প্রতিদিন ইনকাম করতে
চাইলে আপনাকে কাজ করতে হতে হবে ইনকাম করার প্রফেশনাল জনপ্রিয় অনলাইন
কাজগুলো। আপনার শুধু প্রতিদিন না এই কাজ গুলো করলে আপনি মাসে হাজার হাজার
ডলার ইনকাম করতে পারবেন। চলুন দেখা নেওয়া যাক কাজ গুলো।
-
এফিলিয়েট মার্কেটিং
-
ব্লগিং
-
ডিজিটাল কনটেন্ট রাইটিং
- ফ্রিলান্স গ্রাফিক্স ডিজাইন প্রোগামিং
- ওয়েবসাইট ও ডোমেইন ফ্লিপিং
- ইউটিউব চ্যানেল
- অনলাইন টিউটরিং
- অ্যাপ তৈরি ও মনিটাইজ
- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
- ফ্রিল্যান্সিং সাইট
- ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট
- ছবি বিক্রয়
- ই-বুক বিক্রি
- ভিডিও গেম লাইভ স্ট্রিমিং
- ট্রান্সক্রিপটিং
প্রতিদিন ৫০০ থেকে ১০০০ টাকা ইনকাম apps 2024 বিস্তারিত আলোচনা করা
হয়েছে। এইখানে জনপ্রিয় অনলাইন কাজ গুলোর কথা উল্লেখ করা হয়েছে। আপনি চাইলে
এই কাজ গুলো করে আপনার ভাবিষৎ পরিবর্তন করতে পারেন। এই কাজ গুলো বর্তমানে
অনেক ডিমান্ডেবল কাজ। মানুষ আপনকে কাজ দিবে যদি শিকতে পারেন।
শেষ কথা
বর্তমান সময়ে এসে আপনি যদি ঘরে বসে যদি দিনে ৫০০ টাকা ইনকাম apps 2024 যদি খুজে থাকেন তাহলে আমি বলবো আপনি যদি সম্পূর্ন আর্টিকেল পরে
থাকেন তাহলে আশা করি আপনার উপকার করতে পেরেছি কারন এইখানে আলোচনা করা অ্যাপস
এবং ওয়েবসাইট এর কাজ করে মানুষ হাজার হাজার ডলার ইনকাম করছে।
এখনো মানুষ ইনকাম করে যাচ্ছে। বর্তমানে বেকারত্ব না থেকে ঘরে বসে অনলাইন কাজের
মাধ্যমে ইনকাম করা অনেক ভালো। আপনি বসে না থেকে কাজ শুরু করেদিন। আর্টিকেল পরে
কোনো প্রশ্ন থাকলে অবশ্যাই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। এইরকম গুরুত্বপূর্ন
আর্টিকেল আমার নিয়মিত প্রকাশ করে থাকি। এতক্ষন আমাদের সাথে থাকার জন্য আপনাকে
ধন্যবাদ।
নেক্সাস আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url